বার্সেলোনায় করোনার হানা, আক্রান্ত ১৯, মৃত্যু ১

বর্তমানে করোনাভাইরাস এক আতংকের নাম। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচেছ। চীনের উহান নগরী হতে জন্ম নেওয়া এই ভাইরাস স্পেনের কাতালুনিয়ায়ও ছড়িয়ে পড়ছে। কাতালান স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে কাতালুনিয়া রাজ্যে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত শুক্রবার এ মৃত্যুর ঘটনা ঘটেছে, ৮৭ বছর বয়সী মহিলা বাদালোনার জার্মান ট্রায়াস আই পুজল হাসপাতালে মারা যান। আরো ৪ আক্রান্ত রোগীর অবস্থা সংকটাপন্ন ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হচেছ বার্সেলোনার পর্যটন শিল্প। এই মাহামারির শুরু থেকেই বার্সেলোনায় আগত পর্যটকদের সংখ্যা ২০% হ্রাস পেয়েছে।বার্সেলোনা সিটি কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী ১৫ ই মার্চ অনুষ্টিতব্য “বার্সেলোনা ২০২০ ম্যারাথন” স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য গত ২৬ শে ফেব্রুয়ারী কাতালুনিয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।