বাসার ভেতরেই ঈদের নামাজ আদায় করে অনলাইনে কুশল বিনিময় সেরেছেন স্পেনের মুসল্লীরা
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/26/spain_26.05.2020_3.jpg?itok=FRlWqUJa×tamp=1590503343)
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে মোসলমানরা উদ্যাপন করেছেন এ দিনটি, কোভিড নাইন্টিন মহামারীর পাদুর্বাব ঠেকাতে জরুরী অবস্থা চলার কারনে বিশ্বের অনেক দেশের মতো স্পেনের মাদ্রিদ কাতালুনিয়া সহ বড় শহর গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি, তবে তেনেরিফ দীপে ৪ টি জামাত এবং নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসার ভেতরে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা । রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকায় স্পেনে খোলা মাঠে বা মসজিদ গুলেতে ঈদের নামাজ পড়ার অনুমতি ছিলনা, তাই এবার ঈদুল ফেতর এর নামাজ ঘরে ঘরে পারিবারিকভাবে আদায় করেছেন স্পেন প্রবাসী বাংলাদেশী সহ সকল মুসলিম সম্প্রদায়, দেশে দেশে লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধ থাকায় অনেকটা ম্লান হয়ে গেছে খোলা মাঠে ঈদের জামাত পরবর্তী উৎসবি আমেজ। ব্যবসা বানিজ্যেও পড়েনি ঈদের তেমন প্রভাব। প্রবাসী বাংলাদেশীদের অনেকেই ব্যতিক্রমী এবারের এ ঈদ কে আনন্দময় করতে রাস্তা বা খোলা যায়গায় ঘোরে বেড়াতে দেখা গেছে। লকডাউনের কারনে অনেকে কর্মহীন থাকায় পরিবারের পাশে সারাদিন কাটানোর পাশাপাশি অনলাইন আড্ডায় সময় কাটিয়েছেন আনন্দ উল্লাসে ।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল স্পেন প্রবাসী বাংলাদেশিদের উদ্যেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় দূতালয়ের মিশন উপ প্রধান হারুন আল রাশিদ সকল কে ঈদের শুভেচ্ছা জানান, তিনি এ সময় এ দেশের সরকার প্রদত্ত লকডাউন নিয়মাবলী মেনে ধৈর্য সহকারে ঈদ উদ্যাপন করার অনুরোধ জানান, সাথে সাথে কোভিড নাইন্টিন মহামারী তে মৃতদের রুহের মাগফেরাত কামনা, আক্রান্ত দের সমবেদনা জানিয়ে সকল কে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার ও অনুরোধ জানিয়েছেন।
এছাড়া ও বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটি, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন, স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স , গ্রেটার সিলেট, গ্রেটার ঢাকা, সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি, নরসিংদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার এসোসিয়েশন ইন স্পেন, স্পেন আওয়ামিলীগ, স্পেন বি এনপি, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদুল ফেতর এর শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও টেলিকনফারেন্সের মাধ্যমে বন্দুবান্দব সহ আত্নীয় স্বজন দের সাথে কুশল বিনিময় করেন স্পেন প্রবাসী বাংলাদেশীরা।
স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা , মালাগা বিলভাও সহ বড় শহর গুলো সরকার কর্তৃক জারীকৃত চারটি ধাপ এর মধ্যে শূন্য ধাপে থাকায় জামাতের অনুমতি পায়নি তবে তেনেরিফ দ্বীপের আল সুন্নাহ জামে মসজিদে চারটি জামাত অনুষ্টিত হয়, সেখানে বসবাসকারী প্রবাসী নজরুল ইসলাম জানান
প্রথম ধাপে থাকা দ্বীপটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি অনুমতি সাপেক্ষে সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করেছেন মসজিদ পরিচালনা কমিঠির নেতৃবৃন্দ এবং দ্বীপে বসবাস রত বাংলাদেশী সহ মোসলিম কমিউনিটি।
এদিগে গত কাল সোমবার (২৫ মে) থেকে করোনা মহামারি মোকাবেলায় লকডাউন চলাকালীন নিয়মাবলী এবং স্বাভাবিক জীবন জাপনে ফিরে আসার প্রকৃয়ায় সরকার প্রদত্ত চার ধাপের প্রথম ধাপ শুরু হয়েছে, তবে এ প্রকৃয়া চলাকালীন অবশ্য ই সকল কে সামাজিক দূরত্ব বাজায় রাখতে অথবা মাস্ক পরে বাহিরে আসতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট এবং সুপার মার্কেট সহ জনসমাগম স্থান গুলোতে অবশ্য ই মাক্স পরতে হবে ।
কোভিড নাইন্টিন এক অদৃশ্য প্রতিপক্ষ, যার সাথে চলমান বিশ্ব যুদ্ধে মানব জাতীর জয় হবে, থমকে থাকা পৃথিবী ফিরে পাবে মহান সৃষ্টি কর্তার কৃপা, প্রতিহিংসার মূল উপড়ে পেলে শান্তির বীজ বিপনন হবে বিশ্বজুড়ে, পবিত্র ঈদুল ফেতরে করুনা মুক্ত নতুন পৃথিবী আর সৃষ্টির সেরা জাতি মানুষেরা মনুষ্যত্ব ফিরে পাবে এমন প্রত্যাশা করছেন মুসল্লীরা।