বিভিন্ন বিধিনিষেধ বহাল রেখে রাষ্ট্রীয় সতর্কতা ও কার্ফিউ তুলে নিয়েছে স্পেন সরকার।

স্পেনে আজ ৯ মে থেকে তুলে নেয়া হয়েছে রাষ্ট্রীয় সতর্কতা এবং কারফিউ। তবে প্রত্যেক প্রদেশের কোভিড পরিস্থিতির উপর ভিত্তি করে দেয়া হবে আঞ্চলিক বিধিনিষেধ, এ ক্ষেত্রে প্রাদেশিক সরকার কে নিতেহবে সুপ্রিমকোর্টের অনুমতি।
তবে সারা দেশে যে নিয়ম গুলো বলবত রয়েছে তা হলো : জনসমাগম স্থান গুলোতে অবশ্যই মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে , একই পরিবারের সদস্য ছাড়া এক টেবিলে ৬ জনের বেশি না বসা।
উপাশনালয় , যাদুঘর, খেলাধুলা ও ব্যয়ামাগারগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি পুর্ন করা যাবেনা।
নাইট ক্লাব বা ডিসকো এবং নৈশ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
স্থানীয় বাধানিষেধ বা লকডাউন ছাড়া স্পেনের ভেতর ও বাহিরে যেকোন জায়গা বা দেশে ভ্রমনে কোন বাধা নেই।
মাদ্রিদের বার-রেস্টুরেন্ট গুলো সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে তবে রাত ১১টার পর থেকে কাষ্টমার নেয়া যাবে না। রেস্টুরেন্টের ভেতরে ৪ জন করে টেবিল এবং সামিয়ানা বা তেররাসায় ৬জন করে টেবিল বসাতে পারবে। ভেতরে শতকরা ৫০ ভাগ এবং বাইরে ৭৫ ভাগ পর্যন্ত জায়গা ব্যবহার করা যাবে। সুপার মার্কেট ও সপিংমল গুলো ধারন ক্ষমতার ৭৫ শতাংশ ব্যবহার এবং সকাল ৬টা থেকে রাত ১১ পর্যন্ত খোলা রাখাতে পারবে।
কাতালোনিয়ায় সুপার মার্কেট সহ ছোট দুকান গুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে । বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ব্যবহারের অনুমোদন রয়েছে। বার রেস্টুরেন্ট খোলা রাখা যাবে সাড়ে ৭টা থেকে রাত এগারোটা পর্যন্ত। তবে রেষ্টুরেন্টের ভেতরের জায়গার ৩০ ভাগ ও বাইরের সামিয়ানা বা তেররাসার পুরুটাই ব্যবহার করা যাবে। টেবিলের দূরত্ব ২ মিটার সর্বনিম্ন এবং একই পরিবারের সদস্য ছাড়া প্রতি টেবিলে ৪ জনের বেশি বসতে পারবে না ।
নতুন কোন বিধিনিষেধ আরোপ না হলে এ সকল নিয়মের ভেতর দিয়েই উৎসব মূখর স্প্যানিশ জাতিকে আপাতত সময় কাঠাতে হবে । যা বন্ধি জীবন থেকে ৮০ ভাগ মুক্তি পেয়েছেন বলে মনে করছেন অনেকেই।