বি এন পি-র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেন বি এন পির আলোচনা সভা অনুষ্ঠিত

এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের মধ্যদিয়ে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে বিকলাঙ্গ করা হয়েছিল । সৃষ্টি হয়েছিল এক বিরাট রাজনৈতিক শুন্যতার । সেই কঠিন সময়ে দেশের এ শুন্যতা পুরন করতে দেশ প্রেমিক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি ) প্রতিষ্ঠা করেন।
স্পেন বি এন পি কর্তৃক আয়োজিত দলের ৪২ তম প্রতিষ্টাবার্ষিকীর সভায় বক্তারা এ কথা বলেন। গত ১ লা সেপ্টেম্বর মাদ্রিদের স্থানীয় রেষ্টুরেন্টে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
স্পেন বি এন পি'র সভাপতি মোজাম্মেল হক মনুর সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক সুহেল ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী, সহ সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, এস এম আহমেদ মনির, সুহেল আহমেদ সামসু, নাজমুল ইসলাম নাজু , সহ সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ, হুমায়ুন কবির রিগ্যান, যুব বিষয়ক সম্পাদক কাজী জসিম, সহ যুব বিষয়ক সম্পাদক শাওন আহমদ, সুজন মুন্সী, আন্তর্জাতিক সম্পাদক রুবেল সামাদ, সহ আন্তর্জাতিক সম্পাদক সুজন মল্লিক, সাহাব উদ্দিন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, আজহার খান, বিএনপিনেতা হাজি হাবীব আলী, ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, আমির হুসেন সহ স্পেন বি এন পি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বাকশালী সরকার শুধু রাজনৈতিক নেতৃবৃন্দকেই নয় জনসাধারনকে ও নির্যাতন নিপিড়নের নজির স্থাপন করে দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুন্টন করছে। জনগনের সহযোগীতায় গনতন্ত্র পুনঃরুদ্ধার করে দেশের মানুষ এ জুলুম নির্যাতন ও নিপিড়নের বিচার করবে ইনশাআল্লাহ।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।