স্পেনে একদিনে ১৪,৩৮৯জন আক্রান্ত,২১ সেপ্টেম্বর থেকে ৩৭ টি অঞ্চল লকডাউনে
স্পেনে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন ১৪,৩৮৯ এবং মৃত্যুবরন করেছেন ৯০ জন লোক । গত মার্চ থেকে হাজারের উপরে প্রবাসী বাংলাদেশী আক্রান্তের পাশাপাশি ৫ জনের মৃত্য হয়েছে এবং বর্তমানে ৭ জন দেশটির বিভিন্ন হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন প্রদেশে লকডাউন সহ কঠোর পদেক্ষেপ ইতিমধ্যে ই নেয়া হয়েছে।
কমোনিদাদ মাদ্রিদের ৩০০ টি স্যানিটারি অঞ্চলের মোধ্যে ৩৭ টিতে আগামী সোমবার থেকে আসছে লকডাউন, কমপক্ষে দু'সপ্তাহব্যাপী চলমান এ জরুরী অবস্থায় থাকবে (ফাসে দুস)বা দ্বিতীয় পর্যায়ের সীমাবদ্ধতা।
জনস্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে এ অঞ্চল গুলি ইতিমোধ্যেই রেড জুন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
কমোনিদাদ মাদ্রিদের প্রেসিডেন্ট ইসাবেল দাজ আইউসো গত কাল তার ভাষনে বলেন এই স্যানিটারি অঞ্চলগুলির বাসিন্দারা শ্রম, শিক্ষা বা বিচারিক কারণে তাদের অঞ্চল থেকে কেবল বাহির বা প্রবেশ করতে সক্ষম হবেন, যদিও তাদের মধ্যে এখন অবধি আপেক্ষিক স্বাধীনতা থাকবে,তবে রেষ্টুরেন্টে গুলো রাত ১০ টার ভেতরে বন্ধ এবং ৬ জনের বেশি একত্রিত হয়ে মিটিং কিরা যাবেনা। এই ৩৭ টি অঞ্চল নিয়ন্ত্রণ করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সহযোগীতা কামনা করেন।
লকডাউন অঞ্চল গুলো হচ্ছে পুয়ের্তা বনিতা (কারাবাঞ্চেল) ,ভিস্তা আলেগ্রে (কারাবাঞ্চেল) ,গোয়াইয়াবা (কারাবাঞ্চেল) , আলমেন্দ্রালেছ (উছেরা) ,লাস কালেসাস (উছেরা) ,জোফিয়েও (উছেরা) ,অর্কেসুর (উছেরা) ,সান ফের্মিন (উছেরা) ,সান অ্যান্ড্রেস (ভিজাভের্দে) ,সান ক্রিস্টোবাল (ভিজাভের্দে) ,এল এসপিনিলো (ভিজাভের্দে) ,লস রোসালেস (ভিজাভের্দে) ,ভিজা দে ভাযেকাস ,এন্ত্রেভিয়াস (পোয়েন্তে দে ভাযেকাস ) ,মার্টেনেজ দে লা রিভা (পোয়েন্তে দে ভাযেকাস ) ,সান দিয়েগো (পোয়েন্তে দে ভাযেকাস ) ,নুমানসিয়া (পোয়েন্তে দে ভাযেকাস ) ,পিন্নিয়া প্রিয়েতা (পোয়েন্তে দে ভাযেকাস ) ,পযোদেল তিও রাইমুন্দো (পোয়েন্তে দে ভাযেকাস ) ,অ্যানখেলা উরিয়ার্ট (পোয়েন্তে দে ভাযেকাস ) ,আলকেলা দে গোদাইরা (পোয়েন্তে দে ভাযেকাস ) ,ফেডেরিকা মন্টসেনি (পোয়েন্তে দে ভাযেকাস ) ,ডাক্তার সিরাখাস ( ছিউদাদ লিনিয়া) ,ঘান্দি (ছিউদাদ লিনিয়া) ,দারোকা (ছিউদাদ লিনিয়া) ,লা এলিপা (ছিউদাদ লিনিয়া) ,অ্যালিক্যান্তে (ফুয়েনলাব্রাদা) ,কুজকো (ফুয়েনলাব্রাদা) ,ফ্রান্সিয়া (ফুয়েনলাব্রাদা ,হোমেনেস দে মাদ্রিদ (হোমানেস ই মরালেখা দেল মেদিও) ,সান ব্লাস (পারলা) ,ইসাবেল সেগোন্দ (পারলা) ,লাস মারগারিটাস (খেতাফে) ,সানচেজ মুরাতে (খেতাফে) ,রেইয়েছ ক্যাথলিকস (সান সেবাস্তিয়ান দে লস রেইয়েস) ,চোপেরা (অ্যালকোব্যান্দাস) ,মীরাফ্লোরেস (অ্যালকোব্যান্দাস)
২১ শে সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হয়ে কমপক্ষে ১৪ দিন উল্লেখিত এলাকা গত জুন মাসের মতো দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় পর্যায়ের রাষ্ট্রীয় সতর্কাবস্থায় ফিরে আসবে। বিধিনিষেধ মেনে চলতে স্থানীয় সরকার কঠোর পদেক্ষেপ সহ সর্বনিম্ন ৬০০ ইউরো থেকে জরিমানার ও বিধান রেখেছেন। প্রবাসী বাংলাদেশী দের কে আর বেশি সতর্কতা অবলম্বন এবং বিনা প্রয়োজনে বাহিরে না আসার আহবান জানিয়েছেন বাংলদেশ দুতাবাস সহ কমিউনিটি নেতৃবৃন্দ।