স্পেনে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই

করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় স্পেনে নতুন করে মৃত্যু হয়েছে ২৩৩ জনের। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৬ জনের।
এছাড়াও দেশটিতে চব্বিশ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৫৫ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। স্পেনে মোট ২৪ হাজার ৯২৬ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ১২৫ জন সুস্থ হয়েছেন।
নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত ১৮৬টি দেশে ছড়িয়েছে এ রোগ। শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে মোট ২ লাখ ৮৭ হাজারের ও বেশী ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৯৭ জনের। সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৩ জন।