স্পেনে চব্বিশ ঘন্টায় ২ হাজার ৯২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

স্পেনে করোনা ভাইরাসে আজ বুধবার নতুন করে মৃত্যুবরন করেছে ১০৫ জন। আর সবমিলিয়ে স্পেনে মৃতের সংখ্যা ৬৩৮ জন। এছারাও আজ বুধবার নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮১ জন ও গুরুতর অবস্থা ৫৬৩ জনের।
আজ বুধবার দেশটির গনমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এছারাও দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৪৬ জন। অবস্থা এমন চরমে পৌছেছে যে দেশটিতে সকল শিক্ষা প্রতিষ্টান, বার,ক্যাফে,পাব,ক্লাব,দোকান পাট বন্ধ ঘোষনা করা হয়েছে এবং জনসমাগম নিষিদ্ধ। দেশটিতে এখন জরুরী অবস্থা চলছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে ্েবর হলে গুনতে হবে জরিমানা হতে পারে জেল দন্ড।