স্পেনে জরুরী অবস্থা চলবে ১১ এপ্রিল পর্যন্ত, বন্ধ হতে পারে সুপার মার্কেট গুলো

স্পেনে করোনা ভাইরাসে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। এ পর্যন্ত মোট ২৮,৬০৩ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১,৭৫৬ জনের । এর মধ্যে মাদ্রিদে আক্রান্ত রয়েছেন ৯,৭০২ এবং মৃত্যু হয়েছে ১,০২১ জনের, কাতালুনিয়ায় ৪,৭০৪ জন আক্রান্তের মধ্যে ১৯১ এবং পাইস ভাস্কোতে ২,০৯৭ জনের মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২,৫৭৫ জন। আপনারা জানেন আজ সকালে দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ দেশে চলমান জরুরী অবস্থা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। এদিগে কর্মী সংকটের কারনে অনেক আলিমেন্তাসিয়ন বা গ্রুসারী দুকান এবং কিছু সুপার মার্কেট বন্দের ও সম্ভাবনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সবাই সচেতন থাকুন এবং ঘরের ভেতরে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ও ভালো রাখতে সহযোগিতা করুন।