স্পেনে নারায়ণ গঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা।
মাদ্রিদে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের উপস্থিতিতে নারায়ন গঞ্জ জেলা এসোসিয়েশন এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। স্থানীয় বাংলা টাউন রেস্টুরেন্টে গত ৫ জুলাই রাতে কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ এর সভাপতিত্বে তরুণ সংঘটক বুলবুল আহমেদে সঞ্চালনায় অনুষ্টিত
সভায় আলোচনার ভিক্তিতে সর্ব সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আতাউর রহমান খান। কমিটিতে সভাপতি পদে একরামুজ্জান কিরণ ,সিনিয়র সহ সভাপতি আবুল হুসেন ,সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ,সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী আহসান ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ সহ অন্যান্যরা বিভিন্ন পদে মনোনিত হন।
সাধারণ সভায় বক্তব্য রাখেন , কমিউনিটি ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক মামুন, আতাউর রহমান, জাহাঙ্গীর হোসেন, রিপন আহমেদ, আমির হোসেন, ইসহাক আহমেদ হিমেল, আবুল হাসান, হাসান তারেক, কাজী আহসান, মনির হোসেন, খসরু হাসান, সিজন আহমেদ,খসরু হাসান ,আমির হুসেন , ফরিদ আহমেদ, জাকির খান, রনি মোহাম্মদ প্রমুখ | . অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন আবুল হুসেন, পরে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলাবাসী ও কমিউনিটি নেতারা।
একরামুজ্জামান কিরণ বলেন স্পেনে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের অতীতে একটি শক্তিশালী সংগঠন ছিলো , কমিউনিটি ও প্রবাসীদের কল্যাণ ভূমিকা ছিলো অগ্রণী সেই গৌরব ইতিহাস কে সামনে রেখে আগামীতে তারুণ্যননির্ভর নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশ ইনশাল্লাহ আমরা উপহার দিবে |তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন , লন্ডন প্রবাসী সোহেল ভূঁইয়ার অবদানের কথা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারায়ন গঞ্জের কৃতি সন্তান জিয়াউর রহমান খান , হারুন উর রশিদ ,আবুল হুসেন এর রুহের মাগফেরাত কামনা করেন।