স্পেনে ভারী তুষারপাতে যান চলাচল বন্ধ
ইউরোপের অন্যান্য দেশের চেয়ে স্পেনে তুষারপাত খুব কমই হয়ে থাকে । দেশটির বিভিন্ন প্রদেশে তুষারপাতের কারনে মাঝেমধ্যে চলাচল বিঘ্নিত হলেও মাদ্রিদে তা পরিলক্ষিত হয়েছিল প্রায় এক যোগ পুর্বে ।
মাদ্রিদের তাপমাত্রা আজ সকালে -২ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল ৭ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা লিওনে -৩৫,৬ ডিগ্রী রেকর্ড করা হয়, ভেগা দে লিওর্দেস এ আজ ৮ জানুয়ারী -৩৫,৮ ডিগ্রী সেলসিয়াস যা স্পেনের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা বলে উল্লেখ করেছে জাতীয় পত্রিকা এ এস । আজ মাদ্রিদে ৪৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১১ জানুয়ারী স্কুল কলেজ খুলার কথা থাকলেও কমোনিদাদ মাদ্রিদে ১২ জানুয়ারী পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে।
মাদ্রিদে মেট্রোরেল ছাড়া যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল থেকে হালকা তুষারপাত এবং বিকালের দিগে ভারী তুষারপাত শুরু হলে সন্ধ্যা পরে যান চলাচল বন্ধ হয়ে যায়, আজ সকাল থেকেই বার রেষ্টুরেন্টে, সুপার মার্কেট সহ বিভিন্ন দোকান পাট বন্ধ রয়েছে।
বারাখাস এয়ারপোর্ট হতে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। রাস্তা পরিষ্কারে নিয়োজিত কর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। মাদ্রিদে ১৯৮০ সালের পর এমন পরিস্থিতি এই প্রথম হওয়ায় করোনার ভয় উপেক্ষা করে চিরচেনা শহরকে নতুনরুপে দেখতে মানুষের ঢল নেমেছে রাস্তাঘাটে।
আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৯ জানুয়ারী রোববার পর্যন্ত ভারী তুষারপাত হওয়ার সম্ভবনা রয়েছে এবং সকল কে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার নির্দেশ দেয়া হয়েছে।