স্পেন ৬ মাসের লকডাউনে, প্রাথমিকভাবে ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষনা

স্পেনে নতুন করে আজ রোববার বিকাল হতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, সংসদ অধিবেশন শেষে ৬:২৫ ঘঠিকায় প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ তার বক্তব্যে এ রাষ্ট্রীয় জরুরী অবস্থা ঘোষণা করেন, আগামী ছয় মাস অর্থাৎ ৯ মে পর্যন্ত এই রাষ্ট্রীয় জরুরী অবস্থা চলবে, অবস্থার পরিপেক্ষিতে এর পরিবর্তন ও আসতে পারে। তবে আজ থেকে গোটা স্পেনে ১৫ দিন জরুরী অবস্থা চালু থাকলেও কেনারিয়াস দ্বীপাঞ্চল লকডাউন মুক্ত থাকবে।
রাত ১১ ঘঠিকা হতে সকাল ৬ টা পর্যন্ত দোকানপাট বন্ধ এবং যথাযথ প্রমান ছাড়া রাস্থায় বাহির হওয়া বা যাতায়াত করা সম্পুর্ন রুপে নিষেধ করা হয়েছে, সুনির্দিষ্ট কারণ ছাড়া বাইরে চলাফেরা করলে ৩০০ ইউরো থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।
প্রত্যেকটি প্রদেশে নিজ নিজ অবস্থার বিবেচনা করে বাধানিষেধ বা চলাচলের সময়সীমা কিছুটা পরিবর্তনের ও অনুমতি দিয়েছে কেন্দ্রিয় সরকার । এর ই দ্বারাবাহিকতায় করোনভাইরাস সংক্রমণকে নিয়ন্ত্রনে আনার জন্য জারিকৃত রাষ্ট্রীয় জরুরী অবস্থায় থাকছে রাত্রিকালীন লকডাউন যা প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।কমুনিদাদ দে মাদ্রিদ, ভেলেন্সিয়া, এক্সট্রামাদুরা ও কান্তাভেরিয়া প্রদেশগুলী তে রাত ১২ টা থেকে ভোর ৬ ঘটিকা পর্যন্ত কাস্তিয়া ই লিয়ন, কাতালোনিয়া ও ম্যালিলা রাত ১০টা থেকে ভোর ৬ঘটিকা এবং রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত আন্দালুছিয়া, আরাগন, আস্টোরিয়া, বালেয়ারেছ, কাস্তিয়া-লা মাঞ্চা, সিউতা, গালিছিয়া, লা রিওখা, মুরছিয়া, নাভাররা ও পাইস ভাস্কো প্রদেশগুলো লকডাউনে থাকবে।