৪৯ তম বিজয় দিবস উপলক্ষে স্পেন বিএনপির আলোচনা সভা অনুষ্টিত
মহান বিজয় দিবস উপলক্ষে স্পেন বি এন পির উদ্যোগে মাদ্রিদের দিল্লী এক্সপ্রেস রেষ্টুরেন্টে গত ১৬ ই ডিসেম্বর এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
সল্প পরিসরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি এস এম আহমেদ মনির। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রমিজ উদ্দিন এবং স্পেন যুবদলের সভাপিত কাজী জসিমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাধান অতিথি মাসুদুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক আবুজাফর রাসেল, জয়নাল আবেদিন রানা, যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাংগীর আলম ইব্রাহিম, যুবদলের সাধারন সম্পাদক সাওন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন মুন্সি, প্রমুখ।
এসময় বক্তারা বলেন নিশীরাতের সরকারের হাতে আজো বাংলার মানুষ গুম খুন হচ্ছে । স্বাধীন দেশে জনগন আজ পরাধীনতার শিকল পরে পালিয়ে বেড়াচ্ছে । তাদের চিৎকারে দেশের আকাশ বাতাস ভারী হচ্ছে । তাই দেশের ৪৯ তম বিজিয় দিবসে স্বাধীনতা এবং সার্বভৌমত ফিরিয়ে আনা অপরিহার্য হয়ে পড়েছে ।
দেশ নায়ক তারেক রহমানের নেতৃতে আরেকটি যোদ্ধের মাধ্যমে দেশকে পুর্নস্বাধীন করতে হবে। সভায় দেশের সকল শহীদের এবং সদ্য প্র্যয়াত বেলজিয়াম বি এন পির সভাপতি আহমদ শাজার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।