স্পেন শাহ্জালাল লতিফিয়া ইসলামিক সেন্টারে ইফতার মাহফিল

শাহ্জালাল লতিফিয়া ইসলামিক সেন্টারে ইফতার মাহফিল
স্পেন প্রতিনিধি :শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে তরুণ ব্যবসায়ী ইউসুফ আলী ও মইনুদ্দিন|গত২ রমজান উপলক্ষে ইফতার ও মিলাদ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন |সিয়াম সাধনার মাস রমজান ,আত্মশুদ্ধি, সংযম এবং রোজাদারদের পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে রমজান মাসের রোজার ভূমিকা অপরিসীম উল্লেখ করে বক্তব্য রাখেন ,

শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার কমিটির সভাপতি হাফিজ আবুল কাশেম ,হাফিজ আতিকুর রহমান ,হাফিজ সাইদুল ইসলাম হাফিজ মাহতাব ,আসাদুর রহমান সাদ ,রফিকুল ইসলাম ,আব্দুর রউফ,আব্দুল কাইয়ুম সেলিম ,আব্দুল কাইয়ুম মাসুম |