স্পেন বিএনপির বিশাল ইফতার মাহফিল

স্পেন বিএনপির উদ্যোগে বিশাল ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে |গতকাল মাদ্রিদের ৭টি মসজিদে প্রায় সহস্রাধিক মুসল্লিরা এতে অংশ নেন |স্পেন বিএনপির বিশাল ইফতার মাহফিলে দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিরা সস্ফূর্তঅংশগ্রহণ করেন |পরে এক আলোচনা সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্টিত হয় |

সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন , সহ সভাপতি এস এম মনির ,সোহেল আহমেদ সমছু ,আব্দুল۔۔ মোতালেব বাবুল,যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল ,সাংগঠনিক সম্পাদক বিল্লাহ হুসেন শাকিল,জাকিরুল ইসলাম জাকি ,কাজী জসিম,সুমন হাওলাদার,মুহিব উল্লাহ প্রমুখ |অনুষ্ঠান শেষে দোয়া করেন জামাল উদ্দিন মনির |বক্তারা দেশনেত্রী বেগম۔۔ খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন সহ মুসলিম উম্মার সুখ এবং শান্তি কামনা۔۔ করেন |