স্পেনে ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার মাহফিল
মাদ্রিদে ঐতহ্যবাহী ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে |গত দুইদিন ব্যাপী বায়তুল মুকাররম সহ আরো চারটি মসজিদে প্রায় দেড় হাজার মানুষ এতে শরিক হন| প্রতি বছরের মতো এবারো এ আয়োজনে ছিলো স্বতঃস্ফূর্ত মুসল্লিদের অংশ গ্রহণ |মাহফিল শেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিক্রিয়া জানান
সংগঠনের পক্ষ থেকে সভাপতি শাহ আলম ,সাধারণ সম্পাদক এস এম মাসুদ ,উপদেষ্টা এস এম মনির,সফরাজ বাবু,মাহবুবুর রহমান۔সিনিয়র সহসভাপতি রুবেল সামাদ, সহ সভাপতি নাফিজ আহমেদ ,যুগ্ম সম্পাদক আশরাফুল আলম , ,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর প্রমুখ|কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি
খোরশেদ আলম মজুমদা,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর নারায়ণগঞ্জ জেলা এসোসিশনের সভাপতি একরামুজ্জামান কিরণ ,সাধারণ সম্পাদক শওকত আহমেদ প্রমুখ | ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন শেখ আলী |