স্পেন বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
স্পেন বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে |এতে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মাহিদুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকন |
বিপুল সংখক নেতাকর্মী এ আলোচনা সভা ও ইফতার মাহফিল যোগ দেন |গতকাল রাজপুত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,সৈয়দ মাসুদুর রহমান নাসিম ,সোহেল আহমেদ সমছু ,আব্দুল আউয়াল খান,আব্দুল মতিন ,বাবুল খান ,কবির আহমেদ ,সুমন হাওলাদার,আনোয়ার হুসেন পারভেজ ,মাসুদুল্লাহ খোকন ,মোর্শেদ আলম |দোয়া পরিচলনা করেন হাফিজ জহির উদ্দিন |
এ সময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ,সার্বভৌমত্ব আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ |