মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি ঘোষণা
মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক কমিটির সকলের মতামতের ভিক্তিতে কমিটি গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি পদে আমিনুর রশিদ রাজু ও সাধারণ সম্পাদক পদে কাওসার হোসেন টিপু এবং সিনিয়র সহ সভাপতি রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম শিপলু ও আকাশ ফাহমিদ নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পৃথক পৃথক ভাবে, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির ও সাধারণ সম্পাদক সিপার আহমেদ এক বিবৃতিতে বৃহত্তর সিলেটের অন্যতম প্রসিদ্ধ জেলা এসোসিয়েশননে নতুন কমিটির প্রতি অভিনন্দন জানান, তারা উল্লেখ করে বলেন, আমিনুর রশিদ রাজু ও কাউসার হোসেন টিপু র নেতৃত্ব একটি আদর্শ সংগঠন হিসেবে এই সংগঠন প্রতিষ্ঠিত হবে ।
গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ ইনশাল্লাহ আয়ারল্যান্ড, স্পেনে বহুল কাঙ্ক্ষিত মৌলভীবাজার জেলা এসোসিয়েশন স্পেন এর নবনির্বাচিত সভাপতি আমিনুর রশিদ রাজু ও সাধারণ সম্পাদক কাওসার হুসেন টিপুকে জানিয়েছেন, গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারলেন্ড এর সভাপতি জনাব গোলাম নবী বাবুল, সিনিয়র সহ সভাপতি প্রভাষক আবদুস সহিদ, সাধারণ সম্পাদক আবদুল মুহিত।
সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন শাখার সভাপতি তামিন চৌধুরী ও সাধারণ সম্পাদক চানুর মিয়া সাদ মৌলভীবাজার জেলার অ্যাসোসিয়েশন নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন ।
হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনএর আহবায়ক আব্দুল মুজাক্কির ও সদস্য সচিব কোন জটিলতা এবং বিশঙ্খলা ছাড়া এরকম পরিছন্ন কমিটি উপহার দেয়ায় মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের আহবায়ক۔۔ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ।
সুনামগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে এইচ এম দবির তালুকদার ,বদরুল কামালী ,আব্দুর রশিদ ও মাওলানা মিছবাহ উদ্দিন পৃথক পৃথক অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন | তাঁরা নবগঠিত মৌলভীবাজার জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাফল্য কামনা করেন|
ভিন্ন ভিন্ন অভিনন্দন বার্তায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন ,স্পেন মৌলভীবাজার এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন করেছেন।