সেলিম আলম এর স্পেন সফর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এন টিভি ইউরোপ এর স্পেন ব্যুরো প্রধান বর্তমান আয়ারল্যান্ড প্রতিনিধি, গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর যুগ্ন সম্পাদক সেলিম আলম এর স্পেন সফর উপলক্ষে মাদ্রিদের একটি রেস্তুরায় তাৎক্ষণিক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর এসোসিয়েশন স্পেনের সভাপতি জাকির হুসেন এর সভাপতিত্বে ও গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের উপদেষ্টা দবির তালুকদার এর নান্দনিক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধীর্ঘ দেড় যোগ একই কমিউনিটির উন্নয়নে কাজ করার বিভিন্ন স্মৃতি চারণ এবং কমিউনিটি বিনির্মানে তার অবধানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান,বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতি মাদ্রিদ এর সভাপতি কবির হোসেন,গ্রেটার সিলেট জালালাবাদ এসোসিয়েশন স্পেনের উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিত্ব আবুজাফর রাসেল,ফরিদপুর কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন,গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সিপার আহমদ,সাংগঠনিক সম্পাদক আসাদ আলী খান,আব্দুল কাদির ডালী, বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব রুবেল খান এবং দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্পেনের সাধারণ সম্পাদক রফিক আহমেদ, অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, হুমায়ুন কবির রিগ্যান, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম, ইমরান হুসেন, সেলিম খান, সুহেল আহমদ সহ মাদ্রিদ কমিউনিটির নেতৃবৃন্দ।
সেলিম আলম বস্থনিষ্ট সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় চরিত্র উল্ল্যেখ করে বক্তারা তার মংগলময় ভবিষ্যৎ কামনা করেন। ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কাপে আড্ডার পাশাপাশি তাদের এ ভালবাসা কমিউনিটির বন্ধন আরো মজবুত করবে বলেও তারা আসা প্রকাশ করেন।
সংবর্ধীত অতিথি সাংবাদিক সেলিম আলম তার বক্তব্যে বলেন জন্মভূমি পরে ভালবাসার দেশ এবং ভালবাসার মানুষ জন হলেন স্পেন প্রবাসী বাংলাদেশিরা, একে অন্যের প্রতি এই ভালবাসা, শ্রদ্ধা সন্মান জেন অটুট থাকে সেটাই আমার প্রত্যাশা। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন এবং দোয়া কামনা করেন।