মৌলভীবাজার ১ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলামের মৃত্যু

জাতীয় সংসদের মৌলভীবাজার ১ আসন থেকে পর পর দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, স্বাধীনতা সংগ্রামের অকুতোভয়ী বীর মুক্তি সেনানী সিরাজুল ইসলাম ৪ এপ্রিল সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটের সময় (নিউইয়র্ক টাইম) যুক্তরাষ্টের নিউইয়র্ক এর এলমাষ্ট হাসপাতালে বার্ধক্ষ্যজনিত কারনে শেষ নিঃস্বাস ত্যাগ করিয়াছেন। (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর (২৮/০২/১৯৪৩ - ০৪/০৪/২০২০)।
তিনি স্ত্রী এক পুত্র চার কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিরাজুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাবুদ্দীন আহমদ এম,পি,মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তি যোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান,জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর,সাবেক সংসদ এবাদুর রহমান,নবাব আলী আব্বাস,বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি যোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী,বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন,বড়লেখা প্রেসক্লাব এর সভাপতি অসিত রঞ্জন দাস,সাধারণ সম্পাদক গোপাল দত্ত বাবলু ।