যুক্তরাজ্য গমন উপলক্ষে সাংবাদিক ফাহদীকে বিদায়ী সংবর্ধনা

বানিয়াচং উপজেলা শাখার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং উপজেলা শাখার শ্রমিলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া বলেন, শেখ জওহর হোসেন ফাহদী স্বপরিবারে যুক্তরাজ্যে গমন উপলক্ষে আমি তার সাফল্য কামনা করি এবং তার উজ্জল ভবিষ্যত কামনা করি।
সাংবাদিক শেখ জওহর হোসেন ফাহদী বলেন, আমাকে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবার্ধনা প্রধান জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের সবার কাছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো দেশও জাতির জন্য কল্যাণ করতে পারি।
বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ আহমেদ বশির, মুমিন আহমেদ, নোমান মিয়া, রায়হান,শেক শুভন,জিয়া, সাজ্জাত, নানু, নিহাদ, নুর মিয়া,জোয়েল,রাজ, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী প্রমুখ।