মাধবপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

জামাল মোঃ আবু নাছের, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এ এম মোক্তাদির এমদাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও ইমারত নির্মাণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।