অবৈধভাবে মাছ ধরতে হাকালুকি রাবার ড্যামের অপব্যবহার হচ্ছে

তানজির আহমেদ রাসেল : মৌলভীবাজারের জুড়ীতে হাকালুকি হাওরের কন্টিনালা রাবার ড্যামের অপব্যবহারের ফলে হাজারো কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শুধু মাত্র নদী থেকে অবৈধভাবে মাছ শিকারের জন্য একটি চক্র প্রতিবছর রাবার ড্যামের পানি ছেড়ে দিয়ে কৃষকের ফসলি জমি নষ্ট করে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার হাকালুকি হাওরের হাজির নালার নতুন গাঙের মুখে এক মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন।
মানববন্ধনে সাধারণ কৃষকরা বলেন, কন্টিনালা রাবার ড্যাম মূলত কৃষকদের উপকারের জন্য করা হয়েছে। কিন্তু ড্যামের কোনো ব্যবস্থাপনা কমিটি না থাকায় এর চরম অপব্যবহার করা হচ্ছে। গত কয়েকদিন আগে সাধারণ কৃষকদের দাবি উপেক্ষা করে রাবার ড্যামের পানি ছেড়ে দেয়ার ফলে কৃষকদের দেয়া বাঁধ ভেঙে হাকালুকি হাওরের শত শত হেক্টর পাকা ধান পানির নিচে তলিয়ে যায়। প্রতি বছর অপরিকল্পিতভাবে শুধু মাত্র নদী থেকে অবৈধভাবে মাছ ধরার জন্য রাবার ড্যামের পানি ছাড়ার ফলে শত শত কৃষকের ফসলি জমি নষ্ট হয়। মানববন্ধনে কৃষকরা রাবার ড্যাম যাতে কৃষকদের কল্যাণে কাজে লাগানো হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান। এছাড়া হাজির নালার নতুন গাঙের মুখে সুইচগেট নির্মাণ করে কৃষকদের ফসল রক্ষা করারও দাবি জানান তারা।
মানববন্ধনে কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাকিম আহমদ, জায়েদ আনোয়ার চৌধুরী, আমির হোসেন, আব্দুল খালেক, চান মিয়া, সাইফুল ইসলাম, সামসু মিয়া, হাসান আহমদ, আব্দুল আজিজ, রাজু মিয়া, সবু মিয়া, সুহেল আহমদ, সালেম মিয়া, ফরহাদ আহমদ, শামীম মিয়া প্রমুখ।এ ব্যাপারে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, কৃষকদের কল্যাণে যাতে রাবার ড্যাম ব্যবহার করা হয় ভবিষ্যতে সে বিষয়টি নিশ্চিত করা হবে।
তানজির আহমেদ রাসেল