হবিগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী এবং দলীয় সমর্থকদের অংশগ্রহণে গণদোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে আসরের নামাজ আদায় শেষে গণদোয়া পূর্ব বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক তিন বারের পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গণ দোয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয় এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট শামসু মিয়া চৌধুরী, এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহিন, এডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা রফিক, এমজি মুহিত সহ নয়টি উপজেলা বিএনপি ও ছয়টি পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এর আগে বিকেল ৩টা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে গণ দোয়ায় অংশগ্রহণ করতে জেলার কেন্দ্রীয় ঈদগাহে জড়ো হন। এক পর্যায়ে ঈদগাহ মাঠে লোকে-লোকারন্ন হয়ে যায়।
গণদোয়া শেষে আলহাজ্জ জি কে গউছের নেতৃত্বে ঈদগাহ মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।