ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বহরের হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্টের বহর থেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তবে ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ওই হেলিকপ্টার বহরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং স্থানীয় কর্মকর্তারাও ছিলেন।
ইরানের বার্তা সংস্থা ফার্স তাদের প্রতিবেদনে প্রেসিডেন্ট রাইসির জন্য ইরানিদের প্রার্থনার করার অনুরোধ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, কর্তৃপক্ষ বিস্তারিত জানার চেষ্টা করছে।
৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।