কুলাউড়ায় কৃষি মেলার উদ্বোধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি মেলা। সোমবার (১০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
উদ্বোধনী বক্তব্যে নাদেল বলেন, সিলেট অঞ্চলের মানুষ কৃষি ও লেখাপড়ায় পিছিয়ে পড়েছে। তাই কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি উন্নয়ন ও আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.জসিম উদ্দিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি মো.আলী মাহমুদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ও আব্দুল মালিক প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। মেলায় ১৩টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী তুলে ধরা হবে।