দিরাইয়ে আশ্রয়ণ প্রকল্প নিয়ে ইউএনও'র প্রেস ব্রিফিং

সারা দেশে মানুষকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার অংশ হিসেবে মঙ্গলবার দিরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দিরাই উপজেলাসহ ৪১ জেলার আরও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন।
সোমবার দিরাই উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানান দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার।
ইউএনও বলেন, দিরাই উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের আবেদন যাচাই-বাছাই করে ৮৭৭ জনকে ঘর নির্মাণ করে দেয়ার মধ্য দিয়ে দিরাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত করা হয়েছে। মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণায় যা বাস্তবায়িত হবে। তিনি বলেন, দিরাই উপজেলাকে ভুমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাফিক ইশমামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।