দিরাই উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। একইসাথে প্রধানমন্ত্রী দেশের আরও ২৬ জেলা এবং ৭০ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে গণমিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা ও উপকারভোগীদের মধ্যে জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা। এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়, ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ। উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৮৭৭ জনকে ২ শতাংশ জমিসহ ঘর নির্মাণ করে দেয়ার মধ্য দিয়ে দিরাই উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হয়।