বিশ্বনাথের আলোচিত মাদক সম্রাট তুহিন গ্রেফতার

অবশেষে পুলিশের খাঁচায় সিলেটের বিশ্বনাথে আলোচিত মাদক স¤্রাট আবুল বাশার তুহিন (৪৫)। সে পৌর শহরের দূর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের ছেলে। বুধবার দুপর ১টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বিশ^নাথ থানাপুলিশ। তার বিরুদ্ধে বিশ্বনাথসহ সিলেট জেলার কয়েকটি থানায় ৫টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।
জানা গেছে, আটককৃত আলোচিত মাদক স¤্রাট তুহিন ও তার স্ত্রী মাদক স¤্রাজ্ঞী ছমিরুন বেগম ছরি (৪০) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। ইতিমধ্যে তারা দুজনই মাদকসহ একাধিকবার গ্রেফতারও হয়েছে। এদিকে, তুহিন গ্রেফতারের পর থেকে এলাকার বাসিন্দারা আনন্দ উল্লাস করছেন বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, দক্ষিণসুরমা থানার জিআর ১১৮/১৭ মূলে তুহিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।