বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বানিয়াচংয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি,
এ সময় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লা,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে দেশ বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী'র নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ পাশ করানো হয়েছে।
আইনটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে যার যার দায়িত্ব পালনে সচেতন থাকার আহবান জানিয়ে ইকবাল হোসেনখান আরও বলেন, আমরা যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব পালন করতে হবে।
তবেই দেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।