তারেক রহমানের কারামুক্তি দিবসে দিরাইয়ে বিএনপি নেতা পাবেলের নেতৃত্বে বিশাল শোডাউন
মোশাহিদ আহমদ, দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ সরকারি অফিসে দালালি করতে যায়। তাকে আটক করে পুলিশে সোপর্দ করতে হবে। স্বৈরাচার হাসিনাকে হঠাতে আমরা দিনরাত পরিশ্রম করেছি। বিএনপির কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেননি। ছাত্র জনতার হাত ধরে অবৈধ স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করতে কুচক্রী মহল সক্রিয়। বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ঘাট দখল, বিল দখল, টেন্ডার দখলদার, অফিস আদালতের দালালরা যাতে আমাদের কোন নেতাকর্মীর হাত ধরে পুর্নবাসিত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট পাবেল।
দিরাই পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, পৌর কাউন্সিলর জুয়েল তালুকদার, বিএনপি নেতা আবু সাঈদ, মাসুদ আল কাউসার, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া, পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া সহ অনেকে। আলোচনা সভা শেষে সাম্প্রতিক স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নিহত শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে গণ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে একটি বিশাল শোডাউন দিরাই পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।