রাজনগরে বন্যার্তদের পুনর্বাসনে পাঁচগাঁও ইউনিয়নের ছাত্র জনতার উদ্যোগে ঢেউ টিন বিতরণ
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পাঁচগাঁও ইউনিয়নের ছাত্র ও জনতার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অর্থায়ানে গৃহ নির্মাণ ও পুণঃনির্মাণেরর লক্ষ্যে ঢেউ টিন ও গৃহ নির্মাণ মজুরির অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুঞ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সমাজ ও আম জনতার উদ্যোগে ঢেউ টিন ও গৃহ নির্মাণ মজুরির অর্থ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজন আহমেদ, জামিল আহমেদ খান, তারেক আহমদ, তামিম হাসান, এবাদুর রহমান সাগর, ইকরাম আহমদ প্রমুখ।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারের মাঝে ১ লক্ষ চার হাজার টাকার ঢেউ টিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য রাজনগর উপজেলায় বন্যা শুরু থেকে পাঁচগাঁও ইউনিয়েনের ছাত্র ও আম জনতার পক্ষ থেকে খাদ্য বিতরণসহ বন্যায় ক্ষতিগ্রস্থদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে।