সুন্দর, সুশৃঙ্খল বিশ্বনাথ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মুমিন খান মুন্না
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথের লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক ও শিক্ষানুরাগী মুমিন খান মুন্না বলেছেন, আজকের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই ইতিহাস গড়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। বর্তমানে শিক্ষার্থীরাই একটি সুন্দর দেশ গড়ার জন্য কাজ করছে। আমরাও বিশ্বনাথের সকল শিক্ষার্থীদের নিয়ে সুন্দর একটি বিশ্বনাথ গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না কোন অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, দখলবাজি। একটি সুন্দর, সুশৃঙ্খল বিশ্বনাথ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে অবস্থিত সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বিশ্বনাথ শাখা আয়োজিত ২য় সেমিস্টার পরিক্ষায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল। এরআগে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্সিপাল মোহাম্মদ দুলাল আহমদ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহিন আহমদ রাজুর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল রফিক আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, শাহিন আলম বিজয়, বাপ্পি মালাকার, সাবিনা বেগম, আনহার আহমদ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।