কুলাউড়ায় ইউনিভিউর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইউনিভিউ বাংলাদেশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) শহরের অভিজাত এক রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্থানীয় ২৫ জন সিসিটিভি টেকনিশিয়ান অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিভিউ বাংলাদেশের সিলেট রিজিওনাল সেলস ম্যানেজার সাব্বির আহমেদ তুষার। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউনিভিউ বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার মো.মেহমুদ হাসান জয়। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিভিউ বাংলাদেশের পরিবেশক ব্রাদার্স কম্পিউটারের সত্বাধিকারী নেছার আহমদ, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় টেকনিশিয়ানদের সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের বিষয়ে তাদের দক্ষতা অর্জনে নানা বিষয়ে আলোচনা করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে ইউনিভিউ নানা ধরনের আইটি পণ্য নিয়ে কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।
ইউনিভিউর আরএসএম সাব্বির আহমেদ তুষার জানান, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনে টেকনিশিয়ানদের দক্ষতা বাড়াতে আমাদের এই আয়োজন। বাংলাদেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ও অনান্য আইটি পণ্য নিয়ে কাজ করছে ইউনিভিউ বাংলাদেশ।