কমলগঞ্জ বন্যার্তদের আর্থিক সহযোগিতা প্রদান
পিন্টু দেবনাথ : সাম্প্রতিক সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধলাই নদী ভাঙনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেকের ঘরবাড়ী তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, কৃষি, খামার ইত্যাদি। অনেক লোক পানিবন্ধি অবস্থায় ছিল।
বন্যার্ত মানুষের ক্ষতির কারনে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণ সামগ্রী ও আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে।
তারই ধারাবাহিকতায় "মৌলভীবাজার জেলা এসোসিয়েশন" মিড এন্ড ওয়েষ্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকে বন্যায় দূর্গত মানুষের পাশে দাঁড়ায়।
বুধবার ৪ সেপ্টেম্বর দুপুরে "মৌলভীবাজার জেলা এসোসিয়েশন" মিড এন্ড ওয়েষ্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকে এর আয়োজনে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৬ টি গ্রাম ছয়কুট, বড়চেগ, লক্ষীপুর, দক্ষিণগ্রাম, প্রতাপী ও কান্দিগাঁও এলাকায় বন্যাদূর্গতদের মানুষের মাঝে নগদ অর্থ সহযোগিতা ২০২৪ প্রদান করা হয়।
"মৌলভীবাজার জেলা এসোসিয়েশন" বিভিন্ন সময়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। এরই অংশ হিসাবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন" মিড এন্ড ওয়েষ্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকে আর্থিক সহায়তা প্রদান করে।
ক্ষতিগ্রস্তরা আর্থিক সহযোগিতা পেয়ে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।