শ্রীমঙ্গলে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী অ্যাম্পিউটি ফুটবল ম্যাচের আয়োজন।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা মাঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ আয়োজনে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান
ম্যাচে পা ও হাতের অ্যাম্পিউটেশনসহ নারীরা পাঁচ জনের দল গঠন করে অংশ নেন। এই প্রদর্শনী ম্যাচটি ১০ দিনের ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত হয়। যা প্রতিবন্ধী নারীদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ টাই-ব্রেকারের মাধ্যমে পার্পল টিম গ্রিন টিমকে পরাজিত করে।
প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সুমাইয়া আক্তার সিমু। তিনি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমার অ্যাম্পিউটেশন হওয়ার পর মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত, আমি আত্মহত্যার কথা ভাবছিলাম। কিন্তু এখানে এসে আমি বন্ধু পেয়েছি এবং ফুটবল খেলার ক্ষমতা খুঁজে পেয়েছি। আমার অনেক ভালো লাগছে। আগে থেকে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার কিন্তু পায়ের কারণে হতে পারিনি। এসএইচআই ফুটবল ক্যাম্পের মাধ্যমে আমি আবার সেই ফুটবল খেলার সুযোগ পেয়েছি।’
আয়োজিত প্রদর্শনী ম্যাচটিতে শুধু নারীদের শারীরিক ক্ষমতা নয়, তাদের মানসিক শক্তিরও প্রমাণ ছিল। ম্যাচটি আশা ও সাহসের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে যে প্রতিবন্ধী নারীরা খেলাধুলায় এবং জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম। ম্যাচটি দেখার জন্য শতাধিক দর্শক উপস্থিত ছিলেন এবং অনেকেই খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন।
এসএইচআই'র সাধারণ সম্পাদক পাপ্পু মোদক বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। তারা গত ১০ দিন যাবৎ একটি ট্রেনিং ক্যাম্পে খেলা সম্পর্কিত প্রশিক্ষণ নিয়েছে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ম্যাচ। সাধারণত প্রতিবন্ধিতাকে একটা অক্ষমতা হিসেবে সমাজে ধরে নেওয়া হয়। আমরা চেষ্টা করছি, কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সক্ষমতা রয়েছে, তারা আমাদের থেকেও অনেক ভালো কিছু করতে পারেন। আমরা চেষ্টা করছি, খেলাধুলার মাধ্যমে এই জিনিসটা সমাজে ম্যাসেজ দিতে।’
এ সময় উপস্থিত ছিলেন আইসিআরসি'র পিআরপি ম্যানেজার মি. সুভাষ সিনহা, আইসিআরসি'র প্রতিবন্ধী উপদেষ্টা কাজী ইমদাদুল হক সহ আরো অনেকে। খেলায় সহস্রাধিক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।