কমলগঞ্জে জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্ম বার্ষিকি পালন
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর আয়োজনে মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্ম বার্ষিকি পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও লক্ষ্মীনারায়ণ মন্ডপে 'ইমা বাংলাদেশ' দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়া অনুষ্ঠানে কৃষি, তাঁত, স্বর্ণকারসহ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮৬ জন নারী পুরুষকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের সভাপতি অহৈবম রনজিৎ এর সভাপতিত্বে ও কে এইচ সমেন্দ্র সিংহ ও আয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকসহ মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।