রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা ২০২৩-এ মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার আয়োজনে
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত হল রুমে অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোঃ ইয়াহইয়া, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সংগঠনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্ ও সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক
রিংকু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, জাকির হুসেন সাকিব, মো হোসেন আলী, মুকিদ আহমদ,সানা কান্ত শীল,শিপু আহমদ,উমামা বেগম,সেজু আহমদ, ইমদাদুর হক,রিংকু দাস, বনমালী শীল, হাবিবা আক্তার,আব্দুল ওয়াহিদ মনসুর, হেলাল বকস সহ রাজনগর উপজেলার প্রায় অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন।