শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ৬ যুবক আটক
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি : চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে
৬ যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে আটক যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাঁজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে আটক ৬ যুবক এবং উদ্ধার করা মালামাল শ্রীমঙ্গল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।
আটকরা হলো— শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।