দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর শহরের রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর সদরের দাউদপুর গ্রামের হাজী বশির মিয়া তালুকদারের ছেলে। আওয়ামী লীগের এই নেতা দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের একনিষ্ঠ কর্মী ছিলেন। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত হয়ে বিএনপিতে যোগদান করেন। দিরাই শাল্লার সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন চৌধুরীর আশীর্বাদপুষ্ট হয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হন।নির্বাচিত হওয়ার পর বিএনপি ছেড়ে ফের আওয়ামী লীগে যোগ দিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
অপর দিকে শনিবার মধ্যরাতে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী রায়হান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চন্ডিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,
আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদারসহ গ্রেপ্তার দু'জনকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।