শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের সুপ্তপ্রতিভা বিকাশে সুনামগঞ্জের বিশিষ্টশিক্ষাবিদ-রাজনীতিবিদ, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূরের স্মৃতি স্বরণে প্রতিষ্ঠিত ১ম "আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী বাংলা,ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা জয়কলস-উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গ্রহণকরা হয়। এতে উপজেলার ০৮টি ইউনিয়নের ৯৭টিপ্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ৩৭২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় মোট ৩৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী, শিক্ষানুরাগী ও সাবেক মন্ত্রী এম এ মান্নান, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি' প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমারচক্রবর্তী ও সমন্বয়কারী মানিক লাল চক্রবর্তী সহ প্রমুখ।