টাংগুয়ার হাওরে অভিযানঃ ৬ জেলেকে কারাদণ্ড ও ৫ লাখ টাকা জাল জব্দ
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার মাছ ধরার বের জাল জব্দ করা হয়েছে। একেই সময়ে ৬ জেলে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাওরে এই অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,টাংগুয়ার হাওরে অবৈধ ভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিত্বে
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদউল্লাহ,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেকসহ গোলাবাড়ীর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করে। এর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। একেই সময়ে ৬ জন জেলেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেন এবং জব্দ জাল গুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ছাই করেন। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদউল্লাহ জানান,জেলেদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্ত ৬ জন হলো, বাদশা মিয়া(২৭),হাবিবুর রহমান(২৭)বদিউজ্জামাল (৪৭)মিরাজ আলী(৩৪),ফরহাদ (২৮) ও কামরুজ্জামান (৩৮)।
এ বিষয় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান,টাংগুয়ার হাওরে কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ,গাছ,পাখি,জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না।