হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কমিটি গঠনে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত
তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সর্ববৃহৎ বোরো ফসলী এলাকা পাকনা হাওরের ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এ সময় উপস্থিত কৃষকদের মতামতের ভিত্তিতে প্রকৃত কৃষক প্রকল্পের জন্য আবেদন করেছেন কি না তা জানতে চান তিনি। এ বছর ডাচাই বাচাই করে প্রকল্প দেওয়া হবে বলে জানিয়েছেন। এ সময় বেড়ি বাঁধের কাজ যথা সময়ে শুরু ও শেষ করার কথা বলরন। বাঁধের কাজে কোনো গাফিলতি, অনিয়ম হলে পিআইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, আপনাদের যৌক্তিক মতামতের ভিত্তিতে কাবিটা নীতিমালা অনুযায়ী কৃষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে পিআইসি গঠন করা হবে। আপনারা যারা পিআইসির কাজ পাবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বেড়ী বাঁধের কাজ করে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।
আগামী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও ফসল ঘরে তোলা পর্যন্ত সময় সকলকে কাজের সহায়তা করার আহবান জানান।
এ সময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, এলাকার বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান তালুকদার, মঞ্জুল কাদের চৌধুরী সেলিম, জুলফিকার চৌধুরী রানা, গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন ও মোছা: নার্গিস সুলতানা, উজ্জল মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মনিটরিং কমিটির গণ্যমাণ্য প্রতিনিধি মো: আ: মালিক, ফখরুল আলম চৌধুরী, গণমাধ্যম প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ'সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ।