কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলুুর সভাপতিত্বে ও দৈনিক সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য নির্মল এস পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর নেতৃত্বে প্রেসক্লাব এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসক বলেন, ধলাই নদীর বাঁধ নির্মানে উদ্যোগ নেয়া হয়েছে, ইতিমধ্যে বনভূমি দখল মুক্ত কাজ চলমান রয়েছে, সরকারি সেবা যেগুলো আছে সেগুলো দ্রুত গতিতে চলছে। হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটি অফিস আগের তুলনায় অনেক পরির্বতন হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে কোন রকম সিডিউল ছাড়া না জানিয়ে যেকোন প্রতিষ্ঠানে চলে যাই। যার ফলে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কমলগঞ্জের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন আন্তরিক রয়েছে। কুরমা সীমান্ত বর্ডার হাট চালুর ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ভারতের অর্থায়নে এটি হচ্ছে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ। যখন তারা কাজ শেষ করবেন তখনই চালু করা সম্ভব হবে। এটি সম্পূর্ণ তাদের বিষয়।
মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।