তাহিরপুরে ১৬ লাখ টাকা ভারতীয় পন্য আটক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি,ফুসকা ও সুপারি আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বুধবার(৮ জানুয়ারি)রাত ভর লাউয়েরগড় বিজবি বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৭ হাজার ৩১০ কেজি ফুসকা যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা ও অপর দিকে জেলার মাঠগাঁও বিজিবি ১৫০০ কেজি চিনি ও ১৫ হাজার পিস সুপারি যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, জেলার দুটি বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জব্দ করা মালামাল জেলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে,কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।