কমলগঞ্জে সংবাদ লেখার কলা-কৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ লেখার কলা-কৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট এর আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সাংবাদিক ও লেখক-গবেষক আহমদ সিরাজ। দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকদের রিপোর্টিং এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন দেশের প্রখ্যাত সাংবাদিক তৌহিদুর রহমান। সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।