দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে জমিয়ত নেতার মতবিনিময়

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ বলেছেন, দিরাই ও শাল্লা উপজেলা হচ্ছে দেশের ভাটি অঞ্চল তথা বাংলাদেশের একটি আলোচিত ও উল্লেখযোগ্য জায়গা। ওলী-আউলিয়া, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার লোকের একটি প্রাচীন জনপদ এই এলাকা। ব্রিটিশ শাসনামল থেকেই দিরাই-শাল্লা ছিল ধান, পাট, মাছ, মৌসুমী ফসলের উল্লেখযোগ্য কেন্দ্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অর্ধশতাব্দীর বেশী সময় পেরিয়ে যাবার পরও এই অবহেলিত জনপদের বঞ্চিত জনগণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি।
তিনি সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ড. শোয়াইব বলেন, আমাদের মূল সম্পদ হচ্ছে হাওর। হাওরের সঙ্গে এ এলাকার জনগণের জীবন-জীবিকা জড়িত। তাই সর্বপ্রথম দরকার হাওর উন্নয়ন। হাওর বাঁচাতে নদী খননসহ প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় তিনি দিরাই শাল্লা সড়ক নির্মাণ, দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনসহ দিরাই-শাল্লা এলাকার উন্নয়নে ১২ দফা পরিকল্পনা তুলে ধরে বলেন, দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত বিস্তীর্ণ ও দুর্গম হাওরাঞ্চল জেলার মোট আয়তনের প্রায় চার ভাগের একভাগ হলেও প্রশাসনিক সুযোগ-সুবিধা এখানে অপ্রতুল। নাগরিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার নয়। আপনারা যদি ধর্ম-বর্ণ, দলমতের উর্ধ্বে উঠে আমাকে আপনাদের সেবক হিসেবে গ্রহণ করেন, তবে প্রিয় জন্মভূমি, স্বপ্নের দিরাই-শাল্লাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমি আপ্রাণ চেষ্টা করবো। মতবিনিময়ে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী, সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ রাজী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম হাসান আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদসহ স্থানীয় সাংবাদিকরা।