ব্রিটেনে এবছর ৬৩টি কেন্দ্রে শুরু হচ্ছে দারুল কেরাত

এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল : ব্রিটেনে এবছর ৬৩ কেন্দ্রে শুরু হচ্ছে দারুর কেরাত কোর্স। প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডেতে দারুল কেরাত অনুষ্ঠিত হবে । জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে পুরো আগস্ট মাস ব্যাপী চলবে দারুল কেরাত তথা ইনটেন্সিভ তাজবিদ কোর্স । হাজারো ব্রিটিশ মুসলিম শিক্ষার্থী দারুল কেরাতের মাধ্যমে কোরআন শিক্ষার সুযোগ পাবেন ।
আল্লাহ্ তায়াআলা পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলে এরশাদ করেছেন," তোমরা তারতিলের সাথে কোরআন পড়।" পবিত্র কোরআনের এই বাণীকে উপলব্ধি করেই শুদ্ধ উচ্চারণের মাধ্যমে পবিত্র কুরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার লক্ষ্যে "দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট" প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সাহেব কেবলা ফুলতলী রাহিমাহুল্লাহ । বাংলাদেশের সীমানা পেরিয়ে দারুল কেরাতের শাখা আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । বাংলাদেশে সাধারণত পবিত্র রামাদানে লাখো শিক্ষার্থী দারুল কেরাতের মাধ্যমে শুদ্ধ করে কোরআন শিক্ষার সুযোগ পান ।তবে ব্রিটেনে রামাদানে স্কুল হলিডে না থাকায় প্রতিবছর সামার হলিডেতে দারুল কেরাত অনুষ্ঠিত হয় । এবছর ব্রিটেনে ৬৩টি কেন্দ্রের মাধ্যমে দারুল কেরাত কোর্স পরিচালিত হবে এমনটি জানান লতিফিয়া কারী সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান ।
দারুল কেরাতের প্রধান কেন্দ্র দারুল হাদিস লতিফিয়া লন্ডন ছাড়াও গ্রেটার লন্ডনে রয়েছে প্রায় ১৫ টি শাখা। তাছাড়া লন্ডনের বাহিরে লুটন, বেডফোর্ড, নর্থাম্পটন , কভেন্ট্রি, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, হাইড, রটেনস্টল, রচডেল, ব্র্যাডফোর্ড, কিগলি ,কার্ডিফ ,পুল, স্ক্যানথর্প , নিউ কাসল , কেন্ট , অক্সফোর্ড, সেইন্ট আলবান, ব্লেচলি সহ ব্রিটেনের প্রায় সব শহরেই রয়েছে দারুল কেরাতের শাখা ।
দারুল কেরাত কোর্স সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ বছর সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান মাওলানা আশরাফুর রহমান । তিনি আরও বলেন, "প্রতিটি মুসলমানের জন্য জন্য শুদ্ধ করে কোরআন শিক্ষা অপরিহার্য কর্তব্য । যেহেতু দারুল কেরাত ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সুযোগ নিয়ে এসেছে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়ার, তাই অভিভাবকদের উচিত নিজ সন্তানদেরকে দারুল কেরাতের নিকটস্থ কেন্দ্রে পাঠিয়ে এই সুযোগকে কাজে লাগানো । "
একজন শিক্ষার্থী ৬ টি ক্লাসের মাধ্যমে ছয় বছরে এই কোর্স সম্পন্ন করতে পারেন । ক্লাস আওয়াল থেকে নিয়ে সাদিস ক্লাস সম্পন্ন করার পর শিক্ষার্থী সনদ লাভের মাধ্যমে ক্বারি এবং ক্বারিয়া উপাধিতে ভূষিত হন।