শ্রীমঙ্গলে যুব দিবস উদযাপন

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি"।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হল রুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।