প্রিন্সেস ডায়ানার দাতব্য প্রতিষ্ঠানে ১.৪২ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে বিবিসি

ব্রিটেনের রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্সেস ডায়ানার দাতব্য প্রতিষ্ঠানে ১.৪২ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ১৯৯৫ সালে বিবিসির করা একটি প্যানোরামা সাক্ষাৎকারের ইস্যুতেই এ অনুদান দিল বিবিসি। এ বিষয়ে বিবিসি বলছে, ডায়ানার সাথে যুক্ত সাতটি দাতব্য সংস্থার মধ্যে সমানভাবে অর্থটি ভাগ করে দেয়া হয়েছে।
তারা বলছে, এটি "সঠিক এবং উপযুক্ত পদক্ষেপ"। বিবিসি আরও জানিয়েছে অনুদানটি লাইসেন্স ফি নয় তাদের বাণিজ্যিক রাজস্ব থেকে দেয়া হয়েছে। এদিকে এক তদন্তে বেরিয়ে এসেছে যে ১৯৯৫ সালে বিবিসি প্রিন্সেস ডায়ানার যে বিখ্যাত সাক্ষাৎকার প্রচার করেছিল তা নেবার জন্য সাংবাদিক মার্টিন বশির যে "প্রতারণামূলক'' কৌশল ব্যবহার করেছিলেন, বিবিসি তা ধামাচাপা দিয়েছিল।

কীভাবে এই সাক্ষাৎকার নেয়া হয়েছিল সে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। এই তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত একজন বিচারপতি লর্ড ডাইসন। তিনি বিবিসিকে বলেছেন, "বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদন্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।
"বিবিসি বলেছে এই রিপোর্টে "স্পষ্ট ব্যর্থতার" চিত্র বেরিয়ে এসেছে এবং "আমরা এ জন্য খুবই দুঃখিত।''
প্রিন্সেস ডায়ানার একটি সাক্ষাৎকার - যা ১৯৯৫ সালে বিবিসিতে প্রচারিত হবার পর সারা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তাতে বেরিয়ে এসেছিল প্রিন্স চার্লসের সাথে তার দাম্পত্যজীবন ভেঙে পড়ার পেছনের কাহিনি।

পঁচিশ বছর পর - সেই সাক্ষাৎকারের পেছনের কথিত ঘটনা আবার হৈচৈ তুলেছে ব্রিটেনে।
কারণ, অভিযোগ উঠেছে যে মার্টিন বশির নামে বিবিসির যে সাংবাদিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন - তিনি প্রিন্সেস ডায়ানাকে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন কিছু জাল দলিলপত্র দেখিয়ে ।
অভিযোগটি তুলেছেন আর্ল স্পেন্সার - ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ভাই।
তিনি বলছেন, বিবিসির সাংবাদিক মার্টিন বশির কিছু জাল ব্যাংক দলিলপত্র দেখিয়ে "অত্যন্ত অসৎ পন্থা ব্যবহার করে" তার বোনকে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন।
ব্রিটেনের কিছু দৈনিকে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এখন এর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় - যে কী উপায়ে বিবিসি ওই সাক্ষাৎকার পেয়েছিল, এবং বিবিসির তখনকার সিদ্ধান্ত-গ্রহণকারী ব্যক্তিরাই বা কী ভুমিকা পালন করেছিলেন ।