কোভিড: সোমবার থেকে লক্ষ লক্ষ মানুষকে বুস্টার জ্যাব দিবে যুক্তরাজ্য

আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের লক্ষ লক্ষ বাসিন্দাদের অঁটাম কোভিড বুস্টার ভ্যাকসিনের জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা গেছে, অঁটাম বুস্টারটি কেয়ার হোমে থাকা বাসিন্দদের প্রথমে দেয়া হবে।
যদিও কোভিডের সংক্রমণ কমছে তবে স্বাস্থ্য কর্তারা, এই শরৎ এবং শীতকালে কোভিড এবং ফ্লু পুনরুত্থানের পূর্বাভাস দিচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তারা কভিড এবং ফ্লু উভয়ের বিরুদ্ধে ভ্যাকসিন পেয়ে গুরুতর অসুস্থতা থেকে নিজেদের রক্ষা করার জন্য যোগ্যদের আগে ভ্যাকসিন নেবার আহ্বান জানাচ্ছে।
জানা গেছে, ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে সম্প্রতি অনুমোদিত একটি ভ্যাকসিন প্রথমে ব্যবহার করা হবে। এদিকে ৫০ বছরের বেশি বয়সী প্রত্যেককে রক্ষা করার জন্য মর্ডানার "বাইভ্যালেন্ট" ভ্যাকসিনটি যথেষ্ট পরিমান স্টকে নেই বলছেণ স্বাস্থ্য কর্তারা।
তারা বলছেন, লোকেদের যে কোনও বুস্টার দেওয়া উচিত এবং প্রত্যেকের তা গ্রহণ করা উচিত। অপরদিকে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এম এইচ আর এ) শনিবার ঘোষণা করেছে, জ্যাবটি ১২ বছর বা তার বেশি বয়সী লোকেদের জন্য ফাইজার,বাইয়োন্টেক থেকে একটি দ্বিতীয় বাইভ্যালেন্ট করোনভাইরাস ভ্যাকসিন হিসেবে অনুমোদন করেছে।